গাজা থেকে ইসরাইলী সৈন্য প্রত্যাহার
প্রায় এক মাস অমানবিক বর্বরতা চালানোর পর অবশেষে গাজা থেকে পিছু হটেছে ইসরাইল। গাজা উপত্যকা থেকে প্রত্যাহার করেছে সব সেনা। ইসরাইলী সেনাবাহিনী নিশ্চিত করেছে যে গাজা উপত্যকা থেকে সব ইসরাইলী সৈন্য প্রত্যাহার করা হয়েছে। এর আগে মিসরের প্রস্তাব অনুযায়ী গাজায় ৭২ ঘণ্টার একটি যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হওয়ার পরপরই সেনা প্রত্যাহার শুরু করে ইসরাইল। এর ফলে গত ১৭ জুলাই শুরু হওয়া ইসরাইলের স্থল অভিযান দৃশ্যত গতকাল মঙ্গলবার শেষ হলো।