দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে কারারচর নামকস্থানে দু’টি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ৩ জনসহ ১০ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন শিশু, দুই জন নারী এবং ড্রাইভারও রয়েছেন। এদের মধ্যে এক জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- সোহেল (৩০), অজ্ঞাত পুরুষ (৩৫), আফসার (১০), হোসনে আরা (৩০), রাব্বি (১২), অজ্ঞাত পুরুষ (৩৫), রাশেদুল (৪৫), অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে ওয়াহিদ মিয়া (৪৫), শাহ আলম (২৬)। এদের মধ্যে শিশু রাব্বির অবস্থা আশংঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, আহতদের অনেকেই নরসিংদী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার বিকেল ৫ টায় শিবপুর উপজেলার কারারচর আমতলা বিসিক এর সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বারতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, সিলেট থেকে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে মেঘালয় নামে একটি যাত্রীবাহি বাস ঢাকা থেকে নরসিংদীর বেলাব যাচ্ছিল। শিবপুরের কারারচর আমতলা বিসিকের সামনে দু’টি বাস মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুই বাসের যাত্রীরা হতাহত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাস দুটি সড়িয়ে যাত্রীদের বের করার সময় একটি বাসের গ্যাস সিলিন্ডার (সিএনজি) বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সোয়া ৬ টা পর্যন্ত গাড়ী চলাচল স্বাভাবিক হয়নি।