জামায়াতের বিচার অপরিহার্য : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে জামায়াতের বিচার হওয়া অপরিহার্য।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে রেজিস্ট্রেশন ম্যানুয়েলের হালনাগাদকৃত খসড়া সম্পর্কে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংগঠন হিসেবে জামায়াতের বিচার সম্পর্কে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক দূত স্টিফেন জে র‌্যাপ সমপ্রতি বাংলাদেশ সফরে এসে যে বক্তব্য দিয়েছেন সেটা তার নিজস্ব মত উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুসারে দল হিসেবে জামায়াতের বিচার হতে হবে।
ট্রাইব্যুনালের আইন সংশোধনের বিষয়ে আনিসুল হক বলেন, আইনের সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। শিগগিরই এটা মন্ত্রিপরিষদ বৈঠকে তোলা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ কে একীভূত করা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমরা বাস্তবমুখী সিদ্ধান্ত নেবো। মামলা বাড়লে ট্রাইব্যুনাল বাড়বে, মামলা কমলে ট্রাইব্যুনাল কমবে। ৪২ বছর পর বিচার শুরু হয়েছে, তা যেন শেষ হয়, এ ব্যাপারে চেষ্টা অব্যাহত থাকবে।
আনিসুল হক বলেন, সময়ের উন্নতির সঙ্গে সঙ্গে আইনের পরিবর্তন হয়। জমি সংক্রান্ত সমস্যার সমাধানকল্পে রেজিস্ট্রেশন ম্যানুয়ালটি জনগণের হাতে পৌঁছানোর জন্যই নতুন করে এর খসড়া করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব শহীদুল হকের সভাপতিত্বে আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের (বিআইসিএফ) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শক আব্দুল মান্নান খান ও বিআইসিএফের প্রোগ্রাম ম্যানেজার শরীফ মুহতাসিব।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button