ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান ব্রিটিশ এমপির

andrew mitchellইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি অ্যান্ডু মিচেল। তিনি বলেছেন, ইসরাইলের সাম্প্রতিক অভিযানে বহুসংখ্যক সাধারণ মানুষ নিহত হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা তিনি সমর্থন করেন কিনা, এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ সাবেক এ উন্নয়নমন্ত্রী বুধবার এক রেডিও সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।
সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে- ২০১৩ সালে ইসরাইল ব্রিটেনের কাছ থেকে ৮০০ কোটি পাউন্ডের অস্ত্র পেয়েছে।
অ্যান্ড্রু মিচেল আরো বলেন, গাজা উপত্যকায় যে রক্তপাত ঘটানো হয়েছে তা এ অঞ্চলের কয়েক প্রজন্মকে সংক্রমিত করবে।
গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরাইলি বাহিনীর হামলারও নিন্দা জানান ব্রিটেনের এই এমপি।
স্কুলগুলোতে নারী-শিশুসহ বেসামরিক লোকজন আশ্রয় নিয়েছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button