আমেরিকা ও ইউরোপের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে কয়েকটি দেশের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। এ নিষেধাজ্ঞার কারণে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ থেকে এক বছরের জন্য খাদ্য এবং কৃষিপণ্য আমদানি করা যাবে না।
গত ২৯ জুলাই ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা একসঙ্গে রাশিয়ার অর্থনৈতিক, প্রতিরক্ষা ও জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা আরোপকারী এসব দেশ থেকে পণ্য কিনবে না মস্কো।
ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপড়েনের জের ধরে বেশ কিছুদিন থেকে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা আরোপের ঘটনা চলছে। এ বিষয়ে ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, পাল্টা নিষেধাজ্ঞার জন্য প্রেসিডেন্ট পুতিন একটি ডিক্রি জারি করেছেন।
সম্প্রতি ইউক্রেনের আকাশসীমা থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়। এজন্য তড়িঘড়ি করে রাশিয়াকে দায়ী করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু রাশিয়া তা অস্বীকার করলেও এ ইস্যুতে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দ্রততর করা হয়। তারই জবাব দিল রাশিয়া।