ইসরাইলে টেনিস টুর্নামেন্ট বাতিল
গাজায় ইসরাইলী হামলা ও অস্থিরতার কারণে তেল আবিবে শুরু হতে যাওয়া টেনিস টুর্নামেন্ট বাতিল করলো পেশাদারী টেনিসের সর্বোচ্চ সংস্থা ৷আগামী ১৫ থেকে ২১ শে সেপ্টেম্বর ইসরাইলের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর তেল আবিবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ৷ পুরস্কারের মূল্য ছিলো ১০ লক্ষ মার্কিন ডলার ৷
১৯৯৬ সালের পর থেকে ইসরাইলে কখনো বড় মাপের পুরুষ ও মহিলা টেনিস টুর্নামেন্ট হয়নি৷
এটিপি তাদের ওয়েবসাইটে টুর্নামেন্টটি বাতিল করার সিদ্ধান্ত জানায় ৷ সংস্থাটির নির্বাহী পরিচালক ও সভাপতি ক্রিস কেরমোড বলেন, বিষয়টা দুঃখের হলেও আমাদের মনে হয় না গাজার বর্তমান পরিস্থিতিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব।
ইউরোপিয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফাও ইসরাইল থেকে সব ম্যাচ সরিয়ে নেয়। তবে মহাদেশীয় কোনো টুর্নামেন্টে ইসরাইলের ক্লাবগুলোর ঘরোয়া খেলা সাইপ্রাসে হবে বলে জানিয়েছে ইউরোপিয় ফুটবল সংস্থা ৷