২৭ আগস্ট হজ্ব ফ্লাইট শুরু
আগামী ২৭ আগস্ট হজ্বযাত্রীদের নিয়ে প্রথম হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে। গতকাল বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে হজ্ব ব্যবস্থাপনা সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয়ের সভা শেষে ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ফ্লাইট চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আর ৮ অক্টোবর সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।
ধর্মসচিব বাবুল হাসান জানান, এবার মোট ৯৮ হাজার ৭৬২ জন পবিত্র হজ্ব পালন করতে মক্কায় যাচ্ছেন। এর মধ্যে ১৬০০ জন যাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায়। আর অন্যরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
তিনি আরো বলেন, এ বছর সার্বিক বিষয় বিশ্লেষণ কওে দেখা যাচ্ছে, ব্যবস্থাপনার কোনো ত্রুটি নেই। ছোট-খাট যেসব সমস্যা ছিল, তা সমাধান করা হয়েছে। আশা করছি, সফলভাবেই হজ্ব কার্যক্রম পরিচালনা করা যাবে।