মিলিয়নিয়ারের তালিকায় অষ্টম ভারত
অস্ট্রেলিয়া, ফ্রান্স, রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ মিলিয়নিয়ারের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে ভারত। আর মিলিয়নিয়ারদের বেশিরভাগেরই বসবাস মুম্বাইয়ে, যা জার্মানির মিউনিখ শহরের মিলিয়নিয়ারের চেয়ে বেশি।
নিউ ওয়ার্ল্ড ওয়েলথের প্রকাশিত ওয়েলথ ইনডেক্সের সর্বশেষ তথ্য এটি। সর্বনিম্ন এক কোটি ডলার সম্পদের মালিক এমন ব্যক্তিরা তালিকায় স্থান পেয়েছেন। ১ লাখ ৮৩ হাজার ৫০০ মিলিয়নিয়ার নিয়ে তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ২৬ হাজার ৬০০ মিলিয়নিয়ার নিয়ে দ্বিতীয় স্থানে চীন, তৃতীয় স্থানে জার্মানি (২৫ হাজার ৪০০), চতুর্থ স্থানে যুক্তরাজ্য (২১ হাজার ৭০০), পঞ্চম স্থানে জাপান (২১ হাজার), ষষ্ঠ স্থানে সুইজারল্যান্ড (১৮ হাজার ৩০০), সপ্তম স্থানে রয়েছে হংকং (১৫ হাজার ৪০০)। তালিকার অষ্টম স্থানে থাকা ভারতের মোট মিলিয়নিয়ারের সংখ্যা ১৪ হাজার ৮০০ জন। এর মধ্যে মুম্বাইয়ে বসবাস করেন ২ হাজার ৭০০ জন।
এছাড়া যেসব শহরে সর্বোচ্চ সংখ্যক মিলিয়নিয়ার বসবাস করেন এমন শীর্ষ ত্রিশ শহরের মধ্যে স্থান পাওয়া একমাত্র ভারতীয় শহর মুম্বাই। শীর্ষ মিলিয়নিয়ারদের তালিকায় সপ্তম স্থানে অবস্থান করা হংকং শহরে সর্বাধিক ১৫ হাজার ৪০০ মিলিয়নিয়ার বসবাস করেন। এছাড়া নিউইয়র্ক শহরে ১৪ হাজার ৩০০ জন, লন্ডনে ৯ হাজার ৭০০ জন, মস্কোতে ৭ হাজার ৬০০ জন, লস অ্যাঞ্জেলসে ৭ হাজার ৪০০ জন এবং সিঙ্গাপুরে ৬ হাজার ৬০০ জন মিলিয়নিয়ার বসবাস করেন।
গত ১০ বছরে বিশ্বব্যাপী মিলিয়নিয়ারের চেয়ে মাল্টি-মিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধির হার বেশি। যেখানে মিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে শতকরা ৫৮ শতাংশ সেখানে মাল্টি-মিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৭১ শতাংশ। আর বিশ্বে বর্তমানে (জুন ২০১৪ হিসেবে অনুযায়ী) এক কোটি ৩০ লাখের কিছু বেশি মিলিয়নিয়ার রয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।