ব্রাডফোর্ডকে ইসরায়েল মুক্ত ঘোষণা
ইংল্যান্ডের পশ্চিম ইয়র্কশায়ারের ব্রেডফোর্ড শহরকে ইসরায়েল মুক্ত শহর হিসেবে ঘোষণা করেছেন এলাকাটির সংসদ সদস্য (এমপি) জর্জ গ্যালোওয়ে। ইসরায়েল বয়কটের এই বিষয়টি একটি ইউটিউব ভিডিওতে প্রকাশিত হয়েছে।
ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওতে তিনি ব্রাডফোর্ডকে ইসরায়েল মুক্ত শহর হিসেবে ঘোষণা দেন। ভিডিওটিতে তিনি বলেন, ‘আমরা কোনো ইসরায়েলি পণ্য চাই না। ইসরায়েলি কোনো সেবা চাই না। আমাদের বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে ইসরায়েলি কোনো শিক্ষক আসুক সেটাও আমরা চায় না। এমনকি আমাদের এখানে কোনো ইসরায়েলি পর্যটক আসুক সেটাও আমরা চাই না।’ এ সময় তিনি আরো বলেন, ‘আমরা এই অবৈধ, বর্বর, বন্য দেশ যা ইসরায়েল নামে পরিচিত তাকে প্রত্যাখ্যান করছি। আপনাদেরও সে রকম করা উচিত।’
গত বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলিদের সঙ্গে বিতর্ক করতে অনীহা প্রকাশ করায় তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনা হয়েছিল। লিডস শহরে নিজ দল রেসপেক্ট পার্টির বৈঠকে তিনি এ কথাগুলো বলেন। ওই সময় ধারণকৃত ভিডিওটি ইউটিউবে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেয়।