সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের স্থান পরিবর্তন
সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের স্থান পরিবর্তন করা হয়েছে। উন্নত সেবাদানের লক্ষ্যেই নতুন দূতাবাস নির্মাণ করা হয়েছে। নতুন দূতাবাসটিতে বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশী যারা প্রতিদিন দূতাবাসের বিভিন্ন কাজে আসেন, তাদের স্থান সংকুলান সম্ভব হবে। দূতাবাসটি আল-ওয়ারুদ কোয়ার্টার থেকে আল-ওয়াহা জেলায় স্থানান্তর করা হয়েছে। আল-ওয়াহা জেলার আল-শেখ হোসেইন বিন হাসান সড়কের ৩৩ নম্বর ভবনে নতুন দূতাবাসটির কার্যক্রম শুরু হবে। এ খবর দিয়েছে অনলাইন অ্যারাব নিউজ। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহিদুল আলম গতকাল অ্যারাব নিউজকে এসব তথ্য দেন। তিনি জানান, দূতাবাসে বিভিন্ন সেবা নিতে প্রতিদিন গড়ে ২ হাজার বাংলাদেশী আসেন। পাসপোর্ট নবায়ন, পাসপোর্টে নাম পরিবর্তন, নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বানানো ও এ ধরনের বিভিন্ন সেবা নিতে আসেন তারা। সৌদি আরবে প্রায় ১৮ লাখ প্রবাসী বাংলাদেশী শ্রমিক পেশার সঙ্গে যুক্ত। শহিদুল আলম আরও জানান, আগামী রোববার থেকে স্থানান্তরিত দূতাবাসে মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে। এছাড়া, অন্যান্য সেবাদান কার্যক্রম এখন চালু রয়েছে বলে জানান তিনি।