বাহরাইনে দেয়াল ধসে ২ বাংলাদেশী নিহত
বাহরাইনের হিদস শিল্প-এলাকার সিমেন্ট ও কংক্রিট মিক্সিং ফ্যাক্টরি আল-কোবাইসি’তে এক দুর্ঘটনায় ২ বাংলাদেশী প্রাণ হারিয়েছেন। একটি ক্রেনের ধাক্কায় সিমেন্টের একটি দেয়াল ধসে পড়ে তারা প্রাণ হারান। তবে ক্রেনটি কে পরিচালনা করছিলেন, প্রাথমিকভাবে তা জানা যায়নি। নিহত দুই বাংলাদেশীর নাম বিল্লাল হোসেইন মিয়া (৩২) ও ইউনুস শিকদার (৩৭)। বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। ওই দুই বাংলাদেশী অবৈধভাবে বাহরাইনে বসবাস ও কাজ করছিলেন বলে জানা গেছে। তাদের মৃতদেহ স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ওই দুই বাংলাদেশীর লাশ দেশে ফেরত পাঠানো হবে। এ খবর দিয়েছে অনলাইন ট্রেডঅ্যারাবিয়া। ২ শ্রমিকের প্রাণহানির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পর হিদস’ শিল্প-এলাকার আল-কোবাইসি প্রতিষ্ঠানে কাজও বন্ধ রয়েছে। শ্রম মন্ত্রী জামিল হুমাইদান ও পাবলিক প্রোসিকিউশনের কর্মকর্তারা গতকাল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। জামিল হুমাইদান এক বিবৃতিতে বলেন, আমরা এ ঘটনায় একটি বিশেষ প্রতিবেদন তৈরি করবো এবং দায়ীদের শনাক্ত করবো। কর্মস্থলে শ্রমিকদের আরও সতর্কতা অবলম্বনেরও অনুরোধ জানান। বিশেষ করে তারা যখন ভারি মেশিন পরিচালনা করেন, সেটা তাদের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।