দুবাইয়ে ২৩০ কোটি দিরহামের রিয়েল এস্টেট প্রকল্প উদ্বোধনে শাহরুখ

Dubaiবলিউড বাদশাহ শাহরুখ খান বেশ আগে থেকেই ব্যবসায় মনোযোগ দিয়েছেন। সম্প্রতি বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতার স্থান পাওয়া ‘কিং খান’ এবার দুবাইয়ে ২৩০ কোটি দিরহাম বা বাংলাদেশী মুদ্রায় ৪ হাজার ৮৬৫ কোটি ৩৭ লাখ টাকার রিয়েল-এস্টেট প্রকল্প ‘দ্য রয়্যাল এস্টেটস’র উদ্বোধন করলেন। গতকাল দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকল্পের দলিলে স্বাক্ষরের মাধ্যমে রিয়েল এস্টেট ব্যবসাটি উদ্বোধন করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। শাহরুখ খান বলেন, ‘প্রকল্প যিনি এনডর্স করছেন, তার চেয়ে পণ্য নিজেই বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি একথা বলি যে, যেসব পণ্য আমি এনডর্স করেছি, সেগুলো আমার জন্যই ভাল করেছে, সেক্ষেত্রে আমি সেই পণ্যের সুনামটা ছিনিয়ে নিচ্ছি।’ শাহরুখ খান বলেন, স্থানীয় প্যাল, অ্যারিস্টোক্র্যাট ও প্যাসিফিক ভেনচার্সের মতো কয়েকটি শীর্ষস্থানীয় ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান যৌথভাবে এ ব্যবসা করবে। তিনি বলেন, ‘দ্য রয়্যাল এস্টেট’ মানুষের সামর্থ্যরে মধ্যেই বাড়ি বানাবে, যা মানুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবে। অ্যাপার্টমেন্টের একটি ইউনিটের জন্য সাড়ে ৪ লাখ দিরহাম বা বাংলাদেশী মুদ্রায় ৯৫ লাখ ও শহরতলির একটি বাড়ি কিনতে ১৬ লাখ দিরহাম বা ৩ কোটি ৩৭ লাখ টাকা খরচ হবে। এ ব্যবসায় শাহরুখ কি পরিমাণ অর্থ লগ্নি করেছেন, তা জানা যায়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button