বিল গেটসের বিলাসী নৌ ভ্রমণ
বিশ্বের সবচেয়ে ধনী বলে কথা। যেনতেন জায়গায় তো আর পরিবার নিয়ে ঘুরে বেড়াতে পারেন না। বলছি বিল গেটসের কথা। ঠিক করেছিলেন পরিবার নিয়ে ভেসে বেড়াবেন ভূমধ্যসাগরের বুকে। তাই বেছে নিয়েছিলেন বিলাসবহুল সুপারইয়ট ‘সেরেনা’। এক সপ্তাহ কাটাতে যেখানে গুনতে হবে ৫০ লাখ মার্কিন ডলার!
বিশ্বের সবচেয়ে ধনীর তকমা পাওয়া বিল গেটসের কাছে তো এটা পান্তা ভাত। তাই ব্যাগ গুছিয়ে স্ত্রী মেলিন্ডা আর তিন সন্তান রোরি, জেনিফার ও ফোবকে নিয়ে ছুটে গেছেন ইটালির সারদিনিয়া উপকূলে। তারপর হেলিকপ্টারে করে সুপারইয়ট ‘সেরেনা’য়।
কিন্তু বেড়িয়েও শান্তি পাচ্ছেন না বেচারা।
তার বিলাসবহুল ছুঁটি কাটানো নিয়ে উঠেপড়ে লেগেছে মিডিয়া। গুনেগুনে বের করেছেন হিসাব। বাদ পড়েনি সুপার ইয়টের নাটবল্টুও!
৪৩৬ ফুট দীর্ঘ সুপারইয়টটিতে একটি সাবমেরিন আছে। ১২টি বিলাসবহুল কেবিন নৌযানটিতে। প্রতিটি কেবিনে আছে একটি মাস্টার স্যুইট, একটি ভিআইপি স্টেটরুম, সাতটি ডাবল কেবিন ও তিনটি টুইন কেবিন।
আর সাগরকে উপর থেকে দেখতে অথবা ঘুরে বোড়ানোর জন্য আছে হেলিকপ্টার। দুটি হেলিকপ্টার ল্যন্ড করার জায়গা আছে সুপারইয়টে।
শুধু তাই নয়, নৌযানে আছে টেনিস খেলার মাঠ, সুইমিং পুল, সিনেমা হল আর সাবমেরিন হ্যাঙ্গার, বাচ্চাদের প্লে-গ্রাউন্ডসহ বিনোদনের আরো উপাদান। আর আছেন ৫২ জন ক্রু।
এতো সব নিয়ে তৈরি সুপারইয়টটি নির্মাণে খরচ পড়েছে ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার। প্রতি আগস্টে বিলিয়নাররা এখানে ছুঁটি কাটানোর জন্য ভিড় জমান।
উল্লেখ্য, ৭৬ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের সবচেয়ে ধনীর তকমা এখন বিল গেটসের গায়ে।