লন্ডন মহানগর বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভা

Bishwaবাংলাদেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাইস্তা চৌধুরী কুদ্দুছ। তিনি বাংলাদেশকে অনিবার্য সংঘাতের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবী মেনে নিতে প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি বলেন, এখনও সময় আছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবী মেনে নিয়ে ক্ষমতা থেকে বিদায় হোন। অন্যতায় গণ অভ্যুত্থানে আপনার পতন হবে। গত ৩ আগষ্ট শনিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইস্থ সোনারগাঁও রেস্টুরেন্টে লন্ডন মহানগর বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলি বলেন। ইফতার মাহফিলে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
লন্ডন মহানগর বিএনপির সভাপতি মো: তাজুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক এনুর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এস এম লিটন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, সহ সাধারণ সম্পাদকএডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, যুক্তরাজ্য বিএনপির অর্থ সম্পাদক হাবিবুর রহমান ময়না, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, লন্ডন মহানগর বিএনপির সহ সভাপতি মো: কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রুমান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আক্তার, অর্থ সম্পাদক হেভেন খাঁন, ছাত্র বিষয়ক সম্পাদক তারেকুর রহমান ছানু, যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যবসায়ী আব্দুস সাত্তার, ব্যারিস্টার হামিদুল হক আফেন্দি লিটন, আব্দুল মালিক কুটি, সৈয়দ জিল্লুল হক, লন্ডন মহানগর যুবদলের সভাপতি আবুল হোসেন, ইষ্ট লন্ডন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হক রাজ, যুক্তরাজ্য জাসাস সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, লন্ডন মহানগর বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, জাকির আহমদ কাবেরি, আমিনুর রহমান আকরাম, সাদিক আহমদ, নাজিম উদ্দিন, বেলাল আহমদ, দেলোয়ার হোসেন লেবু, তোফাজ্জল আলম, অলিউর রহমান চৌধুরী ফহিম, সুহেল আহমদ বদরুল, হাবিবুর রহমান প্রমুখ ।
সভায় বক্তারা ঈদের পর বেগম জিয়ার নেতৃত্বে রাজপথের আন্দোলনে নামার পাশা পাশি যুক্তরাজ্যেও চাপ সৃষ্টি করতে সকলের প্রতি আহবান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button