ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু
ইরাকের সুন্নী যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের উত্তরে ইরবিলে কুর্দি সৈন্যদের বিরুদ্ধে সুন্নী যোদ্ধাদের ব্যবহৃত আর্টিলারি লক্ষ্য করে গতকাল শুক্রবার আমেরিকা বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার বিমান হামলা অনুমোদন করেন। তবে তিনি জানান, ইরাকে আর নতুন করে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র। তিনি ইরাকে স্থল সৈন্যও পাঠাবেন না।
জুন মাসের শুরু থেকেই ইসলামিক স্টেট নামে পরিচিত সুন্নী যোদ্ধারা ইরাকের একের পর এক এলাকা দখল করে নিলেও এতোদিন যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেয়নি।
সুন্নী যোদ্ধারা ইরাকে খ্রিস্টানদের বৃহত্তম শহর কারাকোশ দখল করে নেয়ার দুদিন পরই যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করলো।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, দুটি এফ/এ-১৮ বিমান ইরবিলের নিকট সুন্নী যোদ্ধাদের মোবাইল আর্টিলারি লক্ষ্য করে ৫০০ পাউন্ড লেজার নিয়ন্ত্রিত বোমা নিক্ষেপ করেছে।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বলেন, ইরবিল রক্ষায় নিয়োজিত কুর্দি সৈন্যদের লক্ষ্য করে সুন্নী যোদ্ধারা আর্টিলারির হামলা চালিয়েছে। এখানে মার্কিন সৈন্য ও নাগরিকরাও কাজ করছেন।
গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে ওবামা বলেন, ইরাক সরকারের অনুরোধে দেশটির সংখ্যালঘু ইয়াজিদি ও খ্রিস্টান সম্প্রদায়কে রক্ষায় কাজ করে যাবে যুক্তরাষ্ট্র।