ইবোলার প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী ‘স্বাস্থ্য জরুরি’ অবস্থা ঘোষণা
পশ্চিম আফ্রিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস। এর প্রভাব ছড়িয়ে পড়েছে আশপাশের দেশগুলোতে। এতে প্রায় এক হাজার লোকের মৃত্যুতে গতকাল শুক্রবার বিশ্বব্যাপী ‘স্বাস্থ্য জরুরি’ অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
ভাইরাসটির ভয়াবহতা থেকে মানুষকে রায় করণীয় সম্পর্কে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞেরা আলোচনায় বসেন। এরপরই গতকাল শুক্রবার এ ঘোষণা দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মার্গারেট চান। এ ছাড়া পশ্চিম আফ্রিকায় সব ধরনের ভ্রমণ ও বাণিজ্য বন্ধ রাখার জন্যও নির্দেশ দিয়েছে হু। এ অঞ্চলজুড়ে জরুরি অবস্থা কার্যকর করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধে বিশ্বব্যাপী ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের কথা বিবেচনা করছে। এর আগে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে লাইবেরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ইলেন জনসন সারলিফ। ইবোলা ভাইরাস লাইবেরিয়া ছাড়াও গায়ানা, সিয়েরা লিওন ও নাইজেরিয়ায় ব্যাপক আকার ধারণ করেছে। ইতোমধ্যে এ রোগে দেশগুলোতে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।
লাইবেরিয়ার গ্রান্ডকেপ মাউন্ট প্রদেশে সেনাসদস্যরা রাজধানী মনরোভিয়ায় যাতায়াত সীমিত করতে বিভিন্ন সড়কে প্রতিবন্ধক ব্যবস্থা গড়ে তুলেছে। সেখানে আইনপ্রণেতারা ৯০ দিনের জরুরি অবস্থা অনুমোদনের জন্য সমবেত হন। ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া অনেক লাশ নগরীর বিভিন্ন রাস্তায় পড়ে থাকার খবর পাওয়া যাচ্ছে। আফ্রিকার জনবহুল দেশ নাইজেরিয়ায় এ ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় দেশটির বেসরকারি খাতের চিকিৎসকেরা তাদের মাসব্যাপী ধর্মঘটের ঘোষণা স্থগিত করেছেন।