লঞ্চ অনুসন্ধান অব্যাহত : মোট ৪১ লাশ উদ্ধার
পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের সন্ধান এখনো পাওয়া যায়নি। শনিবার ষষ্ঠ দিনের মতো অনুসন্ধান অব্যাহত থাকলেও সকাল পৌনে ১২ টা পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চের কোন খোঁজ পায়নি উদ্ধারকারী দল। এদিকে আজ সকালে পদ্মার ভাটি থেকে আরো ১ লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৪১ লাশ উদ্ধার হলো। কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে উদ্ধার লাশের মধ্যে এ পর্যন্ত সনাক্ত হয়েছে ২৪ জন, অজ্ঞাত ১৭ এবং ১২ জনকে দাফন করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ১০৮ জন।
গতকাল শুক্রবার উদ্ধার তৎপরতার ৫ম দিনে জরিপ-১০, কান্ডারী-২, তিস্তা, সন্ধানী, নৌ-বাহিনীর রেসকিউ বোট, পেট্রোল ক্রাফট, ফায়ার সার্ভিসের রেসকিউ বোট এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বোটের যৌথ তৎপরতা ব্যর্থ হয়। পরে রাতভর পিনাক-৫ এর খোঁজে অনুসন্ধানে নিযুক্ত করা হয় সন্ধানী, তিস্তা, তুরাগ, ববিথ ও জরীপ -১০ নামে উদ্ধারকারী ৫টি জাহাজ। কিন্তু ৫ জাহাজের মিলিত অনুসন্ধানেও পদ্মায় তলিয়ে যাওয়া পিনাক-৬ এর কোনো খোঁজ পাওয়া যায়নি।