বিএসএফএর গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মাঝ পাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে আব্দুল খালেক (৩২) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সে মাঝ পাড়া গ্রামের জুলু মল্লিকের ছেলে। শুক্রবার দিবাগত রাত বারটার দিকে এ ঘটনা ঘটেছে।
মুজিবনগর বিজিবি’র ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম জানান, ১০৭ নং সীমান্ত পিলারের কাছে আব্দুল খালেক সহ কয়েকজন গরু ব্যবসায়ী গরু আনতে গেলে ভারতের ছুটিয়া ক্যাম্পের ১১৯ ব্যাটেলিয়নের বিএসএফ সদস্যরা গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় আব্দুল খালেক। পরে গুরুতর আহত অবস্থায় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: শাহিনুর রহমান তাকে মৃত ঘোষনা করেন। সে দীর্ঘদিন ধরে গরু ব্যবসা করে আসছিল বলে জানা গেছে।