ইসরাইলের উপর অস্ত্র অবরোধের আহ্বান ওয়ার্সির

Warsiইসরাইলের উপর অস্ত্র অবরোধের আহ্বান জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্র বিভাগের পদত্যাগী মন্ত্রী ব্যারানেস সাঈদা ওয়ার্সি। ব্রিটেনের সানডে টাইমস ও ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকারে তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ারও আহ্বান জানান।
তিনি বলেন, সংখ্যালঘু জনগোষ্টীর সমর্থন না পাওয়ার কারণে ব্রিটেনের আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিজয়ী হতে পারবেন না।
তিনি আরো বলেন, ক্যামেরন ভোটের বাস্তবতা উপলদ্ধি করতে ব্যর্থ হয়েছেন। শ্বেতাঙ্গ ভোটারদের ওপর শুধু নির্ভর করতে চেয়েছেন।
চ্যান্সেলর জর্জ অসবর্ন এবং চিফ হুইপ মাইকেল গোভের সমালোচনা করে ওয়ার্সি বলেন, তারা ইসরাইলের অত্যন্ত ঘনিষ্ট এবং তাদের কারণে গাজা প্রশ্নে ব্রিটেন সঠিক অবস্থান নীতি পারেনি। এতো ঘনিষ্ঠ সম্পর্ক থেকে লাভ কি যদি আমাদের ও তাদের প্রয়োজনে তা ব্যাবহার করা না যায়।
সাঈদা ওয়ার্সির পদত্যাগকে ‘অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছিলেন অসবর্ন। এর প্রতিক্রিয়ায় ওয়ার্সি বলেন, অসবর্নের যা করার প্রয়োজন ছিল তিনি যদি তা করতেন, তাহলে আমার পদত্যাগ করার কোনো প্রয়োজন হতো না।
ইসরাইলের লবিং অপারেশনকে ‘অবিশ্বাস্য ধরনের কার্যকর’ উল্লেখ করে ওয়ার্সি বলেন, আমি স্বাগত জানাই ইসরাইলি বন্ধুদের এবং তাদের যারা ইসরাইলের পক্ষে লবি করেছিলেন। কারণ এরা অবিশ্বাস্যভাবে লবিংয়ে কার্যকর ছিলেন।
তিনি বলেন, আমি লবিকে অভিযুক্ত করব না। আমার অভিযোগ রাজনীতিবিদদের ওপর। আপনি যদি লবিং ও সত্য ঘটনার অর্থ উদ্ধার করতে সক্ষম না হন এবং আমরা যদি যুক্তির উভয় দিক দেখতে অক্ষম রাজনীতিবিদ হই তখন সে ভুলের দায় আমাদের ঘাড়ে পড়বে।
তিনি আরো বলেন, আমি আন্তরিকভাকভাবে আশা করি, টোরি পার্টির সংগৃহীত তহবিল তার সরকারের নীতির ওপর কোনো প্রভাব ফেলবে না। জাতীয় স্বার্থ কখনোই কারো চেক বইয়ের বিষয় হতে পারে না।
মন্ত্রীসভা থেকে পদত্যাগ ও তার কাজের ব্যাপারে সমালোচনার জবাবে ওয়ার্সি বলেন, জীবনে আমি সবচেয়ে দ‌ুঃচরিত্র যে কয়েকজন নারীর দেখা পেয়েছি, তাদের মধ্যে রাজনীতিবিদ পুরুষরা অন্যতম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button