ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগ নিবে বাংলাদেশ
ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ফিলিস্তিনের ওপর হামলা মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ। যে বছর থেকে সংহতি ঘোষণা করা হয়েছে, সেই বছর থেকে ইসরাইল হামলা শুরু করেছে।
তিনি বলেন, ফিলিস্তিনের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সমপ্রদায়কে উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।