মিসরের মধ্যস্থতায় গাজায় ৩ দিনের যুদ্ধবিরতি
তিন দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও হামাস। রবিবার মিসরের মধ্যস্থতায় তারা এই যুদ্ধ বিরতি প্রস্তাবে রাজি হয়। স্থানীয় সময় রাত ৯ টা থেকে এ যুদ্ধ বিরতি কার্যকর হবে।
এর আগে গত সপ্তাহেও মিসর যুদ্ধ বিরতিতে মধ্যস্থতা করেছিলো। কিন্তু তিনদিন পরই তা ভেঙ্গে যায়। তবে বিশ্লেষকরা ধারণা করছেন এবারের মধ্যস্থতা দীর্ঘ একটা সমাধানের পথে এগুবে।
এর আগে গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধে প্রায় ২০০০ লোক প্রাণ হারিয়েছে। জাতিসংঘের হিসেব মতে গাজা যুদ্ধে সাধারণ নাগরিক সহ ১৯০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। অপরদিকে সাধারণ নাগরিকসহ ইসরাইলে মোট ৬৭ জন প্রাণ হারিয়েছে।
মিসরে আলোচনার আগে কোন পক্ষই কোন পক্ষকে ছাড় দিবেনা এমন টান টান উত্তেজনা ছিলো। কিন্তু বৈঠকের পর যুদ্ধবিরতির এ ঘোষণা এলো।
বিবিসিকে ইসরাইলের এক সামরিক মুখপাত্র জানান, আমরা ৭২ ঘন্টার যুদ্ধ বিরতি মেনে নিয়েছি। তিনি আরো জানান, যুদ্ধবিরতি বহাল থাকলে মধ্যস্থতার জন্য ইসরাইল আগামীকাল সোমবার মিসরে তাদের প্রতিনিধি পাঠাবে।
অপরদিকে, ইজ্জত আল রশিক নামের হামাসের এক সমঝোতকারি মিসরে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কোন ধরনের শর্ত দেয়া ছাড়াই ইসরাইল যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। আর তাই আমরাও সে আলোকে মিসরের ভাইদের আমাদের ইতিবাচক অবস্থানের সু-সংবাদ দিতে চাই।