গাজায় গণহত্যা বন্ধ করুন : আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি এক বিবৃতিতে গাজায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার নিন্দা জানিয়ে নারী ও শিশুসহ এই হত্যাকাণ্ড বন্ধে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, এটা পরিষ্কার যে তিনজন ইসরাইলি তরুণকে হত্যার বিষয়টিকে অযুহাত হিসেবে ব্যবহার করে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনের হামাস ও ফাতাহর ঐক্য সরকারকে অস্থিতিশীল করতেই যে ইসরাইল এই হামলা ও গণহত্যা চালাচ্ছে, তা এখন দিবালোকের মতোই স্পষ্ট। এর মাধ্যমে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কেবল ফিলিস্তিনি ঐক্য সরকারকেই অস্থিতিশীল করছেন না বরং ইসরাইলি জনগণকেও একটি সর্বাত্মক যুদ্ধের পাকে আটকে ফেলেছেন। ইসরাইলের এই আগ্রাসন ও গণহত্যার বিষয়ে পশ্চিমা দেশগুলোর নীরবতা তাদের ভণ্ডামির মুখোশ উন্মোচিত করেছে। এমনকি অনেক মুসলিম দেশও গাজায় গণহত্যার বিষয়ে নীরব রয়েছে। বিজ্ঞপ্তি।