সমাজকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত সিলেটের সাংবাদিকদের

মোঃ আফতাব উদ্দিন: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সিলেটের সাংবাদিকরা। পাশাপাশি ৪৮ ঘন্টার মধ্যে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর অপসারণ দাবি করেছে তারা।
সোমবার সিলেট প্রেসকাবে সাংবাদিকদের এক প্রতিবাদ সমাবেশে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতির বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন কাব সভাপতি ইকবাল সিদ্দিকী।
তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রীর অপসারণ দাবিতে সাংবাদিকদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সকাল ১১টায় মানব বন্ধন কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি স্থানীয় পত্রিকাগুলোতে এক ইঞ্চি এক কলাম জায়গা খালি রাখা এবং মঙ্গলবার থেকে তিন দিন এক ঘন্টা করে কলমবিরতি পালনের সিদ্ধান্ত হয়েছে।
সমাজ কল্যাণমন্ত্রীর বিবৃতিতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে জড়ানোর বিষয়টি তদন্তেরও দাবি জানান প্রেসকাব সভাপতি।
সিলেট প্রেসকাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- কালের কণ্ঠের ব্যুরো প্রধান আহমেদ নূর, সিলেট প্রেসকাবের সহ-সভাপতি আজিুল হক মানিক, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান,  বাংলা টিভির ব্যুরো প্রধান আব্দুল মালিক জাকা, সময় টিভি’র ব্যুরো প্রধান ইকরামুল কবির, দৈনিক কাজিরবাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, দৈনিক সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আব্দুল কাদের তাপাদার, দৈনিক নয়া দিগন্তের আফতাব উদ্দিন, দৈনিক সংগ্রামের ব্যুারো চীফ কবির আহমদ, সিলেটের স্টাফ রিপোর্টার আহমদ আলী, সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, আরটিভি’র কামকামুর রাজ্জাক রুনু, যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ রেনু,দেশ টিভির বাপ্পা ঘোষ চৌধুরী, আলোকিত বাংলাদেশের ব্যুরো প্রধান  ফারুক আহমদ, বৈশাখী টেলিভিশনের শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button