ডা: আব্দুল্লাহ মো: তাহেরকে ওমরাহ করতে যেতে দেয়নি সরকার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি, ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের ওমরাহ করার উদ্দেশ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে গেলে সরকার তাকে ওমরাহ করতে যেতে বাধা প্রদান করে। ফলে তিনি ওমরাহ করতে যেতে পারেননি। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল নিম্নোক্ত বিবৃতি প্রদান করেনÑ ‘ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহেরকে ওমরাহ করতে যেতে না দিয়ে সরকার তার ধর্মীয় অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ করেছে। বাংলাদেশের সংবিধানের ৪১ ধারা অনুযায়ী প্রত্যেক নাগরিকের যেকোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে। পবিত্র রমজান মাসে ওমরাহ পালন যেকোনো নাগরিকের ধর্মীয় অধিকার। আব্দুল্লাহ মো: তাহের উমরাহর উদ্দেশ্যে ভিসা সংগ্রহ ও সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শাহজালাল বিমানবন্দরে উপস্থিত হন। এটা তার ধর্মীয় অধিকার। সরকার তার এ অধিকারের ওপর হস্তক্ষেপ করে এক দিকে যেমন সংবিধান লঙ্ঘন অপর দিকে ধর্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এর মাধ্যমে প্রমাণিত হলো এ সরকার নাস্তিকদের সরকার। ৯০ শতাংশ মুসলমানের দেশে সরকারের এই ধর্মবিরোধী কর্মকাণ্ড মেনে নেয়া যায় না। জনগণ যথাসময়ে তার উপযুক্ত জবাব দেবে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button