ই-সিগারেট বিস্ফোরণে ব্রিটেনে নিহত ১
ই-সিগারেটের বিস্ফোরণে ব্রিটেনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার যুক্তরাজ্যের মার্সেসাইড ফায়ার সার্ভিস জানিয়েছে, চার্জ দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। নিহত ডেভিড থমসন (৬২) অক্সিজেন উপকরণ ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পর ওই উপকরণগুলোতে আগুন ধরে যায়। থমসনের বাড়িতে অগি্নকাণ্ডের পর দমকল কর্মীরা গিয়ে তাকে কক্ষে মৃত অবস্থায় পান। দমকল কর্মীরা যাওয়ার আগেই আগুন নিভে গিয়েছিল বলে জানিয়েছে এমএফআরএস।
এমএফআরএসের এক মুখপাত্র বলেছেন, ‘আগি্নকাণ্ডের কারণ অনুসন্ধানে তার শোবার ঘরে চার্জ দেওয়া অবস্থায় একটি বিস্ফোরিত ই-সিগারেট পাওয়া যায়। যে চার্জারটি দিয়ে ই-সিগারেটটি চার্জ করা হচ্ছিল তা সিগারেটটির সঙ্গে সরবরাহকৃত ছিল না বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন এক তদন্তকারী কর্মকর্তা। খবর বিবিসির।