কালো তালিকাভুক্ত হলিউড তারকা পেনেলোপি
গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে কথা বলায় হলিউডে কালো তালিকাভুক্ত হয়েছেন অস্কার বিজয়ী তারকা জুটি জাভিয়ার বারডেম এবং পেনেলোপি ক্রুজ। বারডেম ও ক্রুজ স্বাক্ষরিত একটি খোলা চিঠিতে ‘ইসরাইলি দখল সেনার গণহত্যার’ বিরুদ্ধে কথা বলা হয়।
চিঠিতে অভিযোগ করা হয়, ১৯৬৭ সালের যুদ্ধের সময় দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না করে বরং ফিলিস্তিনের আরো নতুন এলাকা দখলে নিচ্ছে ইসরাইল।
চিঠিতে বলা হয়, ‘গাজা একটি ভয়ঙ্কর অবস্থার ভেতর দিয়ে কাটাচ্ছে… এ নিয়ে আন্তর্জাতিক সমাজ কিছুই করছে না।”
পরিচালক পেড্রো আলমোডোভারসহ ফিল্ম ইন্ড্রাষ্ট্রির ১০০ জন নেতৃস্থানীয় ব্যক্তি এই স্প্যানিশ চিঠিতে স্বাক্ষর করেন।
হলিউড রিপোর্টারের বরাত দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ক্রজের সঙ্গে কাজ করছেন এমন একজন উচ্চ পর্যায়ের পরিচালক বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে ক্রজকে পরবর্তীতে তার মুভিতে নেবেন না।
হলিউডের অন্য একজন উচ্চ পর্যায়ের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিনি জাভিয়ার ও পেনোলোপির ওপর ক্ষিপ্ত। এই স্প্যানিশ দম্পতির সঙ্গে আবার কাজ করবেন কিনা তা তিনি নিশ্চিত নন।