অভিবাসীদের জন্য ইতালিয়ান ভাষা বাধ্যতামূক

Italyযে সকল বিদেশি ২০১২ সালের ১০ মার্চ এর পর থেকে ইতালিতে বসবাস করে আসছেন তাদের জন্য ইতালিয়ান ভাষা শিক্ষা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। ১৪ সেপ্টেম্বর, ২০১১ সালে ইতালি রাস্ট্রপতির ডিক্রি নং ‘n. 179’র নির্দেশনা মোতাবেক ২০০৮ সালে, ২৯৬ আইনে সংযোজিত ‘Art 4/bis’ দ্বারা রাস্ট্র ও বিদেশি নাগরিকের সাথে একটি সামাজিক ইন্টিগ্রেশনের চুক্তি (L’accordo di integrazione) সম্পাদন বাধ্যতামূলক করা হয়।
এ চুক্তির অন্যতম লক্ষ্য হচ্ছে ইতালিতে আগত প্রতিটি বিদেশি নাগরিক ইতালিয়ান ভাষায় শিক্ষা লাভের মাধ্যমে এ দেশের সংবিধানে প্রদত্ত মূলনীতি অনুধাবন, সামাজিক রাজনৈতিক নাগরিক অধিকার সচেতনতা তৈরি করা এবং দেশের সামাজিক রীতিনীতি ও আইন মেনে নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ করা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button