কায়রোতে ইসরাইল-ফিলিস্তিনি আলোচনা শুরু

গাজায় টেকসই যুদ্ধবিরতি নিয়ে মিসরের রাজধানী কায়রোতে ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিনিধিরা পরোক্ষ আলোচনায় মিলিত হয়েছেন। সোমবার সকালে নতুন করে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলি প্রতিনিধিদল কায়রো পৌঁছে।
গাজা এখন শান্ত রয়েছে। কোনো পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে না বলে প্রাথমিকভাবে জানা গেছে। লোকজন তাদের বিধ্বস্ত বাড়িঘরে ফিরে যাচ্ছে, জেলেরা নৌকা নিয়ে সাগরে বেরিয়ে পড়েছে।
প্রথম দফা ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি নিষ্ফলভাবে শেষ হওয়ার পর এখন দ্বিতীয় দফা যুদ্ধবিরতি চলছে।
মধ্যস্ততাকারীর একটা সমঝোতায় পৌঁছার জন্য উভয় পক্ষের প্রতিই আহ্বান জানিয়েছে।
গাজার প্রধান দল হামাস জানিয়েছে, যেকোনো স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হলে গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে। অন্যদিকে ইসরাইল গাজাকে নিরস্ত্রীকরণের ওপর জোর দিচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button