ইরাক ইস্যুতে চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

David Cameronসম্প্রতি ইরাকের পূর্বাঞ্চলে আইএসআইএলের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পার্লামেন্ট অধিবেশন ডাকার জন্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে দেশটির সংসদ সদস্যরা।
টরি ও লেবার পার্টির উভয় দলের সদস্যরা ডেভিড ক্যামেরনকে আইএসআইএল বিষয়ে আলোচনা করতে পার্লামেন্ট অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি আইএসআইএল ইরাকের পূর্বাঞ্চলে ইয়াজিদি কুর্দি সম্প্রদায়ের প্রায় ৫০০ বেসামরিক লোকদের ধরে নিয়ে হত্যা এবং ওই সম্প্রদায়ের হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হওয়ার পর ডেভিড ক্যামেরনের প্রতি এ আহ্বান জানানো হল।
প্রায় ৪০,০০০ হাজার  ইয়াজিদি কুর্দি সম্প্রদায়ের লোক তাদের ঘরবাড়ি ছেড়ে সিনজার পর্বতের নয়টি এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সেখানে তারা তীব্র পানি ও খাবারের সংকটে পড়ার আশঙ্কায় রয়েছেন।
যারা ডেভিড ক্যামেরনকে পার্লামেন্ট অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন টরি পার্টির বার্নেমাউথ সাউথের সংসদ সদস্য কোনর বার্ণস। তিনি  ইরাকের পূর্বাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের ওপর বিমান হামলাসহ সেখানে বিশেষ বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া কুর্দি বাহিনীকে অস্ত্র সরবরাহ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এদেরকে আমরা প্রথম পর্যায়েই বাড়তে দিয়েছি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বৃহস্পতিবার উত্তর ইরাকে আইএসআইএলি এর আস্তানায় সীমিত আকারে হামলার নির্দেশ দিয়েছেন।
গত ৯ আগস্ট থেকে মার্কিন বিমান ও ড্রোন উত্তর ইরাকে আইএসআইএল’র আস্তানায় হামলা চালিয়ে  আসছে।
ওই বিমান হামলার স্বপক্ষে ওয়াশিংটন জানায়, আইএসআইএলের মোকাবেলায় ইরাককে সহযোগিতা করতে তারা সেখানে সামরিক অভিযান শুরু করেছে। আইএসআইএলের মোকাবেলায় আমেরিকার এ পদক্ষেপকে আমেরিকা ও ইরাকের কোনো কোনো কর্মকর্তা স্বাগত জানালেও আমেরিকার প্রকৃত উদ্দেশ্য নিয়ে বিশ্বের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন ইরাককে ভেঙে টুকরো টুকরো করাই মার্কিন সামরিক হামলার প্রকৃত উদ্দেশ্য।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button