তুরস্ক থেকে গাজায় নতুন নৌ-কাফেলা যাচ্ছে
তুরস্কের একটি এনজিও জানিয়েছে, ইসরাইলি আক্রমণের শিকার গাজার লোকজনের জন্য জরুরি সহায়তা নিয়ে গাজার দিকে তাদের একটি নৌ-কাফেলা শিগগিরই রওনা হবে। গাজাগামী একটি নৌ-কাফেলায় ইসরাইলি কমান্ডোদের হামলায় ১০ জন নিহত হওয়ার চার বছর পর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় যে দ্য হিউমেনিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন (আইএইচএইচ) এক ইমেইল বার্তায় জানিয়েছে, ডজন খানেক দেশের মানবাধিকার কর্মীরা গত সপ্তাহে ইস্তাম্বুলে মিলিত হয়ে গাজার অধিবাসীদের সাহায্য করার জন্য নতুন নৌ-কাফেলা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
এতে বলা হয়, বেশির ভাগ সরকার অনৈতিক কাজে সম্পৃক্ত থাকায় গাজায় ইসরাইলি অবরোধ চ্যালেঞ্জ করার দায়িত্ব নাগরিক সমাজের ওপরই বর্তিয়েছে।
এনজিওটি অবশ্য এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
২০১০ সালে ছয়টি জাহাজের একটি নৌ-কাফেলা গাজার উদ্দেশে রওনা হয়েছিল। ‘গাজা ফ্রিডম ফোটিলা’ নামের ওই কাফেলায় থাকা মাভি মারমারা জাহাজের ওপর ইসরাইলি কমান্ডোরা হামলা চালায়। এতে ১০ তুর্কি নাগরিক নিহত হয়।
গত বছর ওই হামলার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগানের কাছে ফোন করে ক্ষমা চেয়েছেন।