‘গাজা’ পরিস্থিতি নিয়ে বৃটিশ ব্যান্ডের গান

গুগলের অনলাইন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব থেকে বৃটিশ ব্যান্ড ‘মেগালিথিকে’র কয়েকটি গানের ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। গাজা পরিস্থিতি নিয়ে ব্যান্ডটির গাওয়া একটি গানের টাইটেল ছিল ‘আননেইমড’। বৃটেনের ডারহাম ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন এই ব্যান্ডটির দুই সদস্য। তারা যুদ্ধক্লিষ্ট গাজার যন্ত্রণা তাদের আবেগ-নির্ভর এ গানটির মাধ্যমে তুলে ধরেছেন। কিন্তু, অনলাইনে গানটি ছাড়ার পর ইসরাইলিরা বৃটেনের তীব্র নিন্দা জানায়। ইমেইলে ব্যান্ডটির সদস্যদের একের পর এক হুমকি দেয়া হচ্ছে। ওই ভিডিওতে গাজায় ইসরাইলি হত্যা ও ধ্বংসযজ্ঞ চলার পরও বিশ্ব নেতৃবৃন্দের নির্বিকার থাকা ও কার্যকর পদক্ষেপ না নেয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এদিকে গানটি ইউটিউব থেকে সরিয়ে দেয়ায় অভিযোগ এনেছে বৃটিশ ব্যান্ড মেগালিথিক। এরপর তাদের একটি ভিডিও পুনরায় আপলোড করে ইউটিউব কর্তৃপক্ষ। ২০১৪ সালে মেগালিথিকের পূর্বে বৃটেনের একটিমাত্র রক ঘরানার ব্যান্ড যুদ্ধবিধ্বস্ত গাজা পরিস্থিতিকে তাদের গানে স্থান দিয়েছে। এ বছরের শুরুর দিকে বৃটেনের রক ব্যান্ড ‘ম্যাসিভ অ্যাটাক’ গাজার ভাগ্যবঞ্চিত শিশুদের নিয়ে কনসার্টের আয়োজন করেছিল। এর আগে পিংক ফ্লয়েডের বেজ গিটারিস্ট রজার ওয়াটার ইসরাইলের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ‘উই শ্যাল ওভারকাম (গাজার জন্য গান)’ গানটি গেয়ে। এবার সেই একই ধরনের তোপের মুখে পড়েছেন মেগালিথিক ব্যান্ডের সদস্যরা। তবে তারা দমে যাননি। বরং, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button