প্রধানমন্ত্রীর সাথে সুইডিশ রাষ্ট্রদুতের বিদায়ী সাক্ষাত
ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদুত এনেল লিন্ডাল কেনি বলেছেন, বাংলাদেশ অব্যাহতভাবে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এমডিজি বাস্তবায়নে বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের কাছে রোল মডেল।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সাফল্যের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসাও করেন।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুস সোবহান সিকদার ও প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকের পর শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু মৃত্যুহার রোধে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে বিদায়ী রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী এসময় স্বাধীনতার পর থেকেই সুইডেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী ও ভালো বন্ধু বলে উল্লেখ করেন।