শান্তি ছাড়া ইসরাইলের টিকে থাকার কোনো পথ নেই

Saudiমুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে অনৈক্য ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতায় ইন্ধন যুগিয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সউদ আল ফয়সাল। গতকাল জেদ্দায় ওআইসি’র এক সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরাইলি অবরোধ প্রত্যাহারে মিসরের মধ্যস্থতায় চলমান প্রচেষ্টাকে সহযোগিতার আহ্বান জানান। একই সাথে তিনি ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেন, ফিলিস্তিনিদের সাথে শান্তিচুক্তি ছাড়া জাতি হিসেবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
তিনি প্রশ্ন রাখেন, মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকলে গাজায় একের পর এক ইসরাইলি আগ্রাসন চালানো সম্ভব হতো? ইসরাইলকে গাজায় ফিলিস্তিনি ও মুসলমানদের বিরুদ্ধে অপরাধমূলক কাজ করতে প্রলুব্ধ করলো? এর কারণ হলো মুসলিম জাতির মধ্যে বিভক্তি এবং বিদ্রোহ ছড়িয়ে পড়া।
তিনি বলেন, ইসরাইলকে উপলব্ধি করতে হবে যে, শান্তি ছাড়া তাদের টিকে থাকার কোনো পথ নেই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button