দুর্নীতির কারণে হাজারো মানুষের মৃত্যু হয়েছে
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন ‘দুর্নীতির কারণে বাংলাদেশে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। রানা প্লাজা আমাদের সামনে একটি বড় উদাহারণ। ওই রানা প্লাজায় জমি থেকে শুরু করে ইমারত নির্মাণে দুর্নীতি হয়েছিল। এমন যেদিন রানা প্লাজা ভেঙে পড়ে সেদিন শ্রমিকদের ইচ্ছের বিরুদ্ধে কাজে যোগ দিতে বাধ্য করাটাও সরাসরি দুর্নীতি। যার ফলে এই ভবন ভেঙে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় নীলফামারী ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে স্থানীয় পর্যায়ে নাগরিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক আয়োজিত গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুশাসন ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন শীর্ষক স্থানীয় পর্যায়ে করণীয় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক নীলফামারীর সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়।
সনাকের সহ-সভাপতি তাহমিন হক ববির সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ এনকে আলম চৌধুরী, আহসান আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রশীদ মঞ্জু, জেলা সিপিবি সভাপতি শ্রীদাম দাস, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান দৌলত জাহান ছবি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল, চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সোয়েম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী, সহকারী পুলিশ সুপার শফিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান। এসময় নীলফামারীর বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রতিনিধিরাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় দুর্নীতিকে উন্নয়নের বড় বাধা উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি-বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে দেশের ৬৯ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হন। দুর্নীতি করলে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ বিষয়টি যতক্ষণ নিশ্চিত করা যাবে না ততক্ষণ পর্যন্ত দুর্নীতির উল্লেখযোগ্য রোধ হবে না। বাংলাদেশকে একদিনে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়। এটা অনেক সময়ের ব্যাপার। আর এজন্য আগে দেশের সকল নাগরিককে সচেতন করতে হবে। সকলকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আমরা রক্তচক্ষুকে ভয় পাই না
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখায়রুজ্জামান সাংগঠনিক সফরে কুড়িগ্রামে এসে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘টিআইবি দুর্নীতি প্রতিরোধে আছে এবং থাকবে। আমরা রক্তচক্ষুকে ভয় পাই না। দুর্নীতি প্রতিরোধে ধারাবাহিকভাবে সারাদেশে ৪৫টি সনাক নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। আমাদের কাজে যে যেভাবেই বিব্রত হোক না কেন টিআইবি যথাযথ প্রক্রিয়ায় যথেষ্ট তথ্য- উপাত্তের ভিত্তিতে রিপোর্ট কাজ জরিপ প্রকাশ করে। এখন পর্যন্ত কোনো জরিপই মিথ্যা প্রমাণিত হয়নি। বরং শেষপর্যন্ত সবাই গ্রহণযোগ্য হিসেবে মেনে নিয়েছে।’ সোমবার রাত সাড়ে ৯টায় কুড়িগ্রাম টিডিএইচ মিলনায়তনে সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সমাবশে সনাক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো: শাহাবুদ্দিন, জেলা দুপ্রক’র সভাপতি সামিউল হক নান্টু, সনাক সহ-সভাপতি রওশন আরা চৌধুরী ও আহসান হাবীব নীলু, মুক্তিযুদ্ধের সংগঠক আমিনুল ইসলাম মঞ্জু ম-ল প্রমুখ।