এমপি প্রার্থী মিনা রহমানকে লন্ডনে সংবর্ধনা

Minaবাংলাদেশী বংশদ্ভুত ছাতকের দোলারবাজার ইউনিয়নের রাউলি গ্রামের বাসিন্দা বৃটেশ পার্লামেন্টের কনজারভেটিভ পার্টির এমপি প্রার্থী মিনা রহমানকে লন্ডনে ১৫সংগঠনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে ডাগেনহ্যামের ফ্রান্সওয়ে কমিউনিটি সেন্টারটি হ্যারিটেজের তালিকাভূক্ত হওয়ায় সেন্টার ব্যবহারকারী এসব সংগঠন তাকে সংবর্ধিত করেছে।
বিশিষ্ট কমিউনিটি নেতা গয়াছ মিয়ার সভাপতিত্বে ও আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লন্ডন সফররত ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, আ.লীগ নেতা আজিজুস সামাদ ডন ও জগন্নাথপুর উপজেলার হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ। বক্তব্য রাখেন, গয়াছুর রহমান গয়াছ, শাহ সহিদুর রহমান, মিনা রহমানের নির্বাচনী এজেন্ট রিচার্ড সেমিটেগো, ক্যাম্পেইন ম্যানেজার পলিন ফিল, প্রেস সেক্রেটারী মতিয়ার চৌধুরী, এড. শাহাব উদ্দিন, শফিক আহমদ, দুলন চৌধুরী, মতিউর রহমান, রইছ মিয়া, হেলাল মিয়া, ইউসুফ মিয়া, আবু সুফিয়ান, আব্দুল আলী, রাজু তালুকদার সুহেদ, হোসনেয়ারা মজিদ প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে মেয়র আবুল কালাম চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেটের মানুষ প্রবাসে থেকে দেশ ও জাতির মুখ উজ্বল করে যাচ্ছেন। দেশ পরিচালনায় নেতৃত্বের পাশাপাশি প্রবাসেও নেতৃত্ব দেয়ার স্বাক্ষর রেখে যাচ্ছে সিলেটিরা। মিনা রহমান বাংলাদেশ তথা সিলেটবাসীর গর্ব। তিনি বৃটিশ এমপি নির্বাচিত হলে উপকৃত হবে বাংলাদেশী কমিউনিটি। বিশেষ অতিথির বক্তব্যে আজিজুস সামাদ ডন বলেন, বিলেতের মাটিতে বাঙ্গালীর অবস্থানকে আরো সুদৃঢ় করতে হলে বাঙ্গালীদের মেইনষ্ট্রীম রাজনীতিতে এগিয়ে আসা উচিত। মিনা রহমান বৃটেনে বাঙ্গালীর মুখ উজ্বল করছেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মিনা রহমান বলেন, কনজারভেটিভের সঠিক এবং সময় উপযোগী সিদ্ধান্তের ফলে বৃটেন অর্থনৈতিক মন্দা কাঠিয়ে উঠতে সক্ষম হয়েছে। বিগত লেবার সরকার দেশকে একটি মেসাকার পরিস্থিতে রেখে যায়, যা সামাল দিতে আমাদের বেশ বেগ পোহাতে হয়। তিনি বলেন, বাংলাদেশীসহ এ্যাথনিক কমিউনিটির লোকদের টোরী পার্টির রাজীনিতিতে আরো সক্রিয় হওয়া উচিত, কেননা টোরিদল এ্যাথনিক কমিউনিটির ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button