সুদানের প্রেসিডেন্টকে ইরানে যাবার বিমানপথ দেয়নি রিয়াদ

Bashirসুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশিরকে ইরানে যাওয়ার জন্য আকাশপথ ব্যবহার করতে দেয়নি সউদি আরব। ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রুহানির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ওমর আল-বাশির রোববার তেহরান যাচ্ছিলেন। সউদি আরবের বাধার মুখে বাশিরকে বহনকারী বিমান ফিরে যেতে বাধ্য হয়। সুদানের প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি এমাদ সাইয়্যেদ আহমদ এ খবর নিশ্চিত করেছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। তিনি জানান, সউদি সরকার প্রেসিডেন্ট ওমর আল-বাশিরকে বহনকারী বিমান দেশটির আকাশসীমায় ঢুকতে দিতে অস্বীকার করে। এমাদ আহমদ জানান, ওমর আল-বাশির প্রেসিডেন্টের বিমান ব্যবহার করছিলেন না বরং তিনি সউদি কোম্পানির ভাড়া করা একটি বিমানে করেই ইরান যাচ্ছিলেন। প্রেসিডেন্ট রুহানির শপথ অনুষ্ঠানে প্রায় ৬০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশ নেন। এদিকে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইরান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button