আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরাইল ও ফিলিস্তিনিরা
কায়রেতে টেকসই যুদ্ধবিরতির জন্য ইসরাইল এবং হামাসসহ ফিলিস্তিনি প্রতিনিধিরা ‘জটিল’ আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। দ্বিতীয় দফার ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হবে বুধবার। এর আগেই সব পক্ষ একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছে।
আলোচনার সাথে যুক্ত এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা জটিল আলোচনা চালিয়ে যাচ্ছি। প্রথম দফা যুদ্ধবিরতিতে কোনো সাফল্য আসেনি। এখন দ্বিতীয় ও চূড়ান্ত যুদ্ধবিরতি চলছে।’
ইসরাইলের এক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির জন্য আরেক দফা ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি প্রয়োজন।
ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, সাময়িক যুদ্ধবিরতির জন্য মিসর একটি প্রস্তাব দিয়েছে, তারা এখন সেটা নিয়ে আলোচনা করছেন।
মিসরীয় প্রস্তাবে গাজায় ইসরাইলি অবরোধ শিথিল করার প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু তাতে অবরোধ পুরোপুরি প্রত্যাহার করার হামাসের দাবি এবং গাজাকে নিরস্ত্রীকরণের ইসরাইলি দাবি পূরণ করা হয়নি। মিসর বলেছে, এগুলো নিয়ে পরবর্তীয় পর্যায়ে আলোচনা হতে পারে।