ইংল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেন গাভাস্কার
ইংল্যান্ডে মারাত্মক এক সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন ভারতীয় লিজেন্ডারি ব্যাটসম্যান সুনিল গাভাস্কার। ম্যানচেস্টার থেকে লন্ডনে ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন গাভাস্কার। বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হলে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। দুর্ঘটনার সময় গাড়িতে গাভাস্কারের সঙ্গে ক্রিকেট ধারাভাষ্যকার মার্ক নিকোলাসও ছিলেন।
গাভাস্কার গাড়ির পেছনের সিটে বাম পাশে বসা ছিলেন এবং বিপরীত দিক থেকে আসা গাড়িটি তার গাড়িটিকে সজোরে আঘাত করে বলে জানা গেছে। স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়, যদিও গাভাস্কারের কোনো ক্ষতি হয়নি, কিন্তু তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বর্ষণের কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে গাভাস্কার ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলেন, আমার ঈশ্বর! ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন। এ সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং আমার গাড়িটিও দ্রুত গতিতে চলছিল। অনেক বড় দুর্ঘটনা ঘটলেও সৌভাগ্যক্রমে কেউই আঘাত পাননি। ভারত-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে গাভাস্কার বর্তমানে ইংল্যান্ড রয়েছেন।