নরম কর্মসূচি দিয়েছেন খালেদা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাস্তবতা বুঝতে পেরে আন্দোলনের নরম কর্মসূচি দিয়েছেন। বিএনপি উপলদ্ধি করছেন আন্দোলনের অস্ত্র তিনি নিজেই ভোতা করে ফেলেছেন। বুধবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনের জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন। ১৫ই আগস্ট জন্মদিন পালন নিয়ে খালেদা জিয়ার কড়া সমালোচনা করে তিনি বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে কেক কেটে মিথ্যা জন্মদিন পালনের মাধ্যমে আসলে তারা ওই দিন ফূর্তি করে, আনন্দ করে। যারা সত্যিকারের মানুষ, যাদের মানবিকতা রয়েছে, তারা তো সেই দিন জন্মদিন হলেও পালন করতো না। তোফায়েল বলেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা না করতে পারলেও একাত্তরের পরাজিত শক্তি দেশী ও বিদেশী চক্র ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। খুনীরা চেয়েছিল এ দেশে বঙ্গবন্ধুর রক্তের কেউ যেন রাষ্ট্র ক্ষমতায় না আসে তাই তারা হাওয়া ভবন তৈরি করে ২১শে আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ  দেবনাথ প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button