যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে গোয়েন্দা চুক্তি বাতিল করলো জার্মানি
ফোন ও ইন্টারনেটে আড়িপাতার মার্কিন গোপন গোয়েন্দা কর্মসূচি ফাঁসের সূত্র ধরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে ঠা-া লড়াই চলাকালীন সই করা গোয়েন্দাচুক্তি বাতিল করেছে জার্মানি। ফাঁস হওয়া তথ্যে জার্মানির ওপর যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি করার কথাও প্রকাশ পেয়েছে। শুক্রবার ১৯৬৮ সালে সই করা চুক্তিটি বাতিল করে জার্মান সরকার। তবে নবায়নের কথা চলতে থাকা চুক্তিটির মেয়াদ ২০০৯ সালেই শেষ হয়েছে বলে বিবিসি জানিয়েছে। ইউরোপীয় মিত্রদের ওপর নজরদারির তথ্যসহ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা বা এনএসএ গোপন গোয়েন্দা কর্মসূচির বিস্তারিত গণমাধ্যমের কাছে ফাঁস করে দেন সাবেক গোয়েন্দা বিশ্লেষক এডওয়ার্ড স্নোডেন। ফাঁস হওয়া এই তথ্যে জার্মানিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। নাৎসি ও কমিউনিস্ট শাসনামলে কড়া গোয়েন্দা নজরদারির মধ্যে থাকার অভিজ্ঞতার কারণে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে জার্মানরা বেশি স্পর্শকাতর। জার্মানিতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কঠোর আইন রয়েছে। আর সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনের আগে এমন একটি বিষয় ক্ষমতাসীন সরকারের জন্যও বেশ বিব্রতকর হয়ে ওঠে। মেয়াদ শেষ হয়ে যাওয়া ওই চুক্তি বাতিল করাকে জার্মান সরকারের একটি প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইদো ওয়েস্টারওয়েল বলেছেন, প্রশাসনিক ওই সমঝোতা বাতিল, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় চলমান বিতর্কের একটি প্রয়োজনীয় ও যথাযথ ফলাফল। ওই চুক্তির আওতায় সাবেক পশ্চিম জার্মানিতে সেনাঘাঁটি থাকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নিজ নিজ সেনাদের রক্ষার জন্য গোয়েন্দা কার্যক্রম চালানোর অনুমতি ছিল। বর্তমানে বিদ্যমান গোয়েন্দা সহযোগিতা কার্যক্রমে এই চুক্তি বাতিলের বিষয়টি তেমন একটা প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন এক জার্মান কর্মকর্তা। এই চুক্তিটি ১৯৯০ সালের পর থেকে ব্যবহৃত হচ্ছিল না বলে জানিয়েছেন যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র।