মতিউর রহমান মল্লিক স্মরণে দোয়া মাহফিল
রাজধানীর একটি মিলনায়তনে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে প্রতিষ্ঠাতা পরিচালক কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কবি মতিউর রহমান মল্লিকের কোনো কোনো গান দীর্ঘ সময়ের বক্তব্যের চেয়েও বেশি শক্তিশালী বলে মনে হয়। সময়ের প্রয়োজনে সাইমুম শিল্পীগোষ্ঠীর এই অগ্রযাত্রা অত্যন্ত গুরুত্বের দাবিদার। শিল্পীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি একটি যথার্থ সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্য নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। অফিস সম্পাদক আবু রায়হানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্থ সম্পাদক নুরুদ্দীন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাইমুমের এইচআরডি সম্পাদক ইকবাল খান গালিব, সঙ্গীত পরিচালক সোহাইল আহমদ, থিয়েটার পরিচালক শফিক আদনান, শিশু কিশোর পরিচালক কাওসার হোসাইন, মুহতাসিম বিল্লাহ, মাহমুদুল হাসান, এমরান হুসাইন, সাইফুল ইসলাম মিঠু প্রমুখ।