নেতার কারণেই পিনাক-৬ লঞ্চ ডুবে গেছে !
মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে লঞ্চ পিনাক-৬ ডুবে যাওয়ার ঘটনায় ইয়াকুব ব্যাপারী নামে স্থানীয় ক্ষমতাসীন এক আওয়ামী লীগ নেতাকে দায়ী করেছেন লঞ্চটির মালিক আবু বকর সিদ্দিক ওরফে কালু মিয়া। বুধবার দুপুরে র্যাব সদর দপ্তরে সংস্থাটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে কালু মিয়া বলেন, ঈদের আগে ও পরের ১০ দিন লঞ্চের নিয়ন্ত্রণ মালিকদের থাকে না। এই নিয়ন্ত্রণ বিআইডব্লিউটিএ এবং ঘাট কর্তৃপক্ষ নিয়ে নেয়। এজন্য লঞ্চডুবির ঘটনার দায় তাদেরই নিতে হবে।
এ সময় কালু মিয়া এই লঞ্চডুরিব পেছনে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইয়াকুব ব্যাপারীকে দায়ী করেন।
তিনি বলেন, কাওড়াকান্দি থেকে লঞ্চটি ছেড়ে আসার পর কাঁঠালবাড়ি ঘাট থেকে আরো ৮০ জন যাত্রী ওঠেন। ওই ঘাটে লঞ্চ না ভিড়লে ক্ষমতাসীন দলের নেতা ইয়াকুব বেপারীর রোষানলে পড়তে হয়। শুধু তাই-ই নয়, ঘাটে লঞ্চ না ভেড়ালে তারা মারধরও করেন।
কালু মিয়া বলেন, ওই ঘাট থেকে ৮০ থেকে ৯০ জন যাত্রী লোক উঠলে মাত্র ১০ জনের টিকেটের টাকা পরিশোধ করা হয়। বাদবাকি টাকা ইয়াকুব বেপারী নিজে ভোগ করেন।
এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে কালু মিয়াকে গ্রেফতার করে র্যাব-৭। সেখান থেকে তাকে ঢাকায় র্যাবের সদর দপ্তরে আনা হয়।