গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ৫ জনের ফাঁসি

গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার নওখন্ডো গ্রামের ব্যবসায়ী শিপন কাজী হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলা থেকে  খালাস দেয়া হয়েছে ৬ জনকে। বৃহস্পতিবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এবিএম সাজেদুর রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডাদেশ প্রাপ্তরা হলেন- লেনিন শিকদার, মনির হোসেন (পলাতক), স্বপন মোল্লা (পলাতক), ওবায়দুল শেখ ও তপন কাজী। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- মোকাররম শিকদার, রেজাউল কাজি, শেখ রনি আহমেদ, অহেদুল মিনা, ফরিদ মিনা ও আহসান কাজি।
মামলার এজাহারে বলা হয়, নিহত শিপন কাজীর সঙ্গে আসামি লেনিন শিকদারের বোন মনিরার প্রেমের সম্পর্ক ছিল। এর পর শিপনকে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেন লেনিন শিকদার। কিন্তু ব্যবসার টাকা লেনদেন নিয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন শিপন। পরে শিপন কাজীকে হত্যার ষড়যন্ত্র করেন লেনিন। এর জের ধরে ২০০৬ সালের ৩০ জুলাই গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন নওখন্ডা গ্রামের মামার বাড়ি থেকে ডেকে এনে শিপনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা মরিয়ম বিবি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button