টঙ্গীতে ১১টি ঝুট গুদাম পুড়ে ছাই
গাজীপুর মহানগরের টঙ্গী মিল গেইট নামাবাজার এলাকায় বৃহস্পতিবার এক অগ্নিকান্ডে ঝুটের ১১টি গুদাম পুড়ে গেছে। টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোরশেদুল ইসলাম জানান, গুদামগুলোতে বিদ্যুতের কোনো লাইন নেই। সিগারেটের আগুন থেকেই ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আগুনে গুদামে থাকা ঝুট, তুলা ও ক্রাশার মেশিন পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে টঙ্গী দমকল কর্মীরা সাড়ে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নেভান। আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমান জানা যায়নি।