মাদরাসা বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠান
আলিম পরীক্ষার ফলাফলে এবার সারা দেশের মধ্যে সেরা মাদরাসার গৌরব অর্জন করেছে ঢাকার ডেমরায় অবস্থিত দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। এ মাদরাসা থেকে এবার ৩৫৪ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২৬ জন জিপিএ ৫ পেয়েছে। শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ দিকে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার তিনটি শাখাই সেরা ছয়টি মাদরাসার মধ্যে রয়েছে।
নিম্নে মাদরাসা বোর্ডের সেরা ২০টি মাদরাসার নাম ক্রমানুসারে (জিপিএ প্রাপ্তিসহ) উল্লেখ করা হলো :
দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা, ডেমরা, ঢাকা (২২৬), তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখা, গাজীপুর (২৬৬), ঝালকাঠি এনএস কামিল মাদরাসা (১১৮), তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা মহিলা শাখা, ডেমরা, ঢাকা (৮২), মোকরা ডিএসএন ফাজিল মাদরাসা, নাঙ্গলকোট, কুমিল্লা (৪১), তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়ী, ঢাকা (১৪৯), ছারছিনা দারুসসুন্নাত কামিল মাদরাসা, স্বরূপকাঠী, পিরোজপুর (৮১), টুমচর এসই ফাজিল মাদরাসা, লক্ষ্মীপুর সদর (৬৮), ধাপসবাতগরা বায়তুল মোকাররম কামিল মাদরাসা, রংপুর সদর (৭৫), জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা, নরসিংদী সদর (১০৪), জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, পাঁচলাইশ, চট্টগ্রাম (৯২), দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসা, সোনাডাঙ্গা, খুলনা (৪৫), সুলতানপুর ফাজিল মাদরাসা, দেবীদ্বার, কুমিল্লা (১৯), মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট গার্লস কামিল মাদরাসা, তেজগাঁও, ঢাকা (১৭), আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, ফেনী সদর (৫৯), বায়তুশশরফ আদর্শ কামিল মাদরাসা, ডাবলমুরিং, চট্টগ্রাম (৫৬), ভাণ্ডারিয়া এসআই ফাজিল মাদরাসা, রাজবাড়ী সদর (২১), খুলনা কামিল মাদরাসা (৩৮), মজিদিয়া ইসলামিয়া কামিল মাদরাসা, চাঁদগাঁও, চট্টগ্রাম (২৫) এবং খান এ সবুর উইমেনস ফাজিল মাদরাসা, খুলনা সদর (১৩)।