সন্ত্রাস দমনে জাতিসঙ্ঘকে ১শ’ মিলিয়ন ডলার সৌদির
বিশ্বব্যাপী সন্ত্রাস নির্মূলে জাতিসঙ্ঘকে ১শ’ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত আদেল আল জুবায়ের জাতিসঙ্ঘ মহাসচিব মান কি মুনের কাছে দেশটির পক্ষে ওই পরিমাণ অর্থের চেক তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসঙ্ঘ মহাসচিব সৌদির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইরাক ও সিরিয়ার বেশ কিছু এলাকায় সন্ত্রাসী গ্রুপের উত্থান আমাদের চ্যালেঞ্জকে আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে।
এ সময় যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত ও জাতিসঙ্ঘে দেশটির প্রতিনিধি আদেল আল জুবায়ের বলেন, সব রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে।
তিনি বলেন, সন্ত্রাসের কোনো ধর্ম, গোষ্ঠী কিংবা জাতিভেদ নেই। এর কোনো মানবিকতা, সহানুভূতি ও ন্যায়বোধ নেই। এটা পৃথিবীর সব ধর্মমতের বিরোধী।
তিনি আরো বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে জাতিসঙ্ঘ কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করতে পারে বলে আমরা বিশ্বাস করি।