ইসলামী ব্যাংকের ব্যয়ের প্রতিবেদন যাচাই করছে সরকার
জঙ্গি অর্থায়নের উৎস ও অর্থ ব্যয়ের তথ্য খুঁজতে ইসলামী ব্যাংকের দেওয়া প্রতিবেদন যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, ‘ইতোমধ্যে ইসলামী ব্যাংক তাদের লভ্যাংশ ব্যয়ের একটি প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনে শুভঙ্করের ফাঁকি আছে কিনা তা যাচাই-বাছাই করতে গোয়েন্দাদের নির্দেশ দেয়া হয়েছে।’
এছাড়া ইসলামী ব্যাংকিং পরিচালনাকারী আরো কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের প্রতিবেদন পাওয়ার পর তাদের ক্ষেত্রেও অনুরূপ নজরদারি চলবে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত বিশেষ বৈঠকের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।
পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান ও এনজিওদের অর্থ কীভাবে খরচ করা হচ্ছে তাও মনিটরিং করা হবে।
গত মাসে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার বিশেষ কমিটি’র বৈঠক থেকে ইসলামী ব্যাংকসহ ইসলামী নামধারী ব্যাংকের মুনাফা ছাড়া লগ্নি করা অর্থের খোঁজ নিতে বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংক একটি প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদনের পর সরকার তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়।