আইডিয়া স্টোরগুলোতে চলছে বই পড়া প্রতিযোগিতা
গ্রীষ্মকালীন স্কুল ছুটির সময়কালে ৬টি বা তারচেয়েও বেশি সংখ্যক বই পড়তে শিশুদের উদ্বুদ্ধ করতে টাওয়ার হ্যামলেটস বারার আইডিয়া স্টোর ও লাইব্রেরীগুলোতে গ্রীক পৌরণিক কাহিনীর বিভিন্ন চরিত্রদের উপস্থাপন করা হচ্ছে। বাচ্চাদের পাশপাশি পরিবারের সবাইকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে দেশব্যাপী সামার রিডিং চ্যালেঞ্জের আয়োজন করে থাকে দ্যা রিডিং এজেন্সি। ৪ থেকে ১১ বছর বয়সীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই সামার রিডিং চ্যালেঞ্জকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সর্বাত্মক সহযোগিতা করে যাচ্চে। এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারীদের দেয়া হবে একটি পৌরণিক ধাঁধাঁর পোস্টার এবং যখন তারা একটি বই পড়বে ও সেটা সম্পর্কে বলতে পারবে, তখন তাদের দেয়া হবে পুরস্কার। যারা ৬ টি বই পড়া সম্পন্ন করে যারা এই চ্যালেঞ্জে জিতবে, তাদের প্রত্যেককে দেয়া হবে সার্টিফিকেট ও মেডেল।
আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই বই পড়া প্রতিযোগিতায় অংশ নিচ্চে বারার সকল আইডিয়া স্টোর ও লাইব্রেরী। এবারের প্রতিযোগিতায় রয়েছে পৌরণিক ধাঁধা। শিশুরা আইডিয়া স্টোর ও লাইব্রেরীতে গিয়ে মিথিক্যাল ম্যাজ এ্যাপ ব্যবহার করে মিথিক্যাল ম্যাজ পোস্টারে লুক্কায়িত নানা বিস্ময় আবিষ্কার করতে পারবে।
টাওয়ার হ্যামলেটসের মেয়র, লুৎফুর রহমান বলেন, জীবনের অন্যতম একটি আনন্দ হচ্চে বই পড়া। বইয়ের প্রতি বাচ্চচাদের ভালোবাসা গড়ে তুলতে সামার রিডিং চ্যালেঞ্জ হচ্চে একটি বিনোদনপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, গত বছর এই চ্যালেঞ্জে ৩ হাজারেরও বেশি শিশু অংশ নিয়েছিলো এবং আমি আশা করি এবার আরো বেশি সংখ্যক শিশু বই পড়ার এই প্রতিযোগিতায় যোগ দেবে। কেবিনেট মেম্বার ফর কালচার কাউন্সিলর শফিকুল হক বলেন, এই চ্যালেঞ্জের মূল লক্ষ্য হচ্চে বাচ্চাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং তাদের মধ্যে বইয়ের প্রতি সত্যিকারের ভালোবাসা তৈরী ও পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে বই বিনিময়ের উদ্বুদ্ধ করা। বই পড়ার চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে আয়োজন এবং প্রতিটি বাচ্চাকে বই পড়তে সহযোগিতা করতে সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের স্বেচ্চাসেবী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।