হিরোশিমা দিবস : পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কময় দিন
পৃথিবীর ইতিহাসের আজ সেই ভয়াল দিন ৬ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে সকাল ৮.১৬ মিনিটে জাপানের হিরোশিমা নগরীর আকাশ-বাতাস বিদীর্ণ হয়ে যায় ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমার বিস্ফোরণে। সদ্য ঘুম থেকে ওঠা প্রায় ৭০ হাজার মানুষ কিছু বুঝে ওঠার আগেই পরিণত হয় কয়লায়। আহতদের আর্তচিৎকারে ভারি হয়ে ওঠে হিরোশিমার আকাশ বাতাস।
সব মিলিয়ে নিহত এক লাখ ৪০ হাজার মানুষ নিহতের স্মৃতি বুকে নিয়ে হিরোশিমা ফেলে এসেছে ৬৮টি বছর। তবু এখনো হিরোশিমার হয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে কলঙ্কময় অধ্যায়গুলোর একটি। সেই দুঃসহ স্মৃতি বুকে নিয়েই মঙ্গলবার শান্তিকামী মানুষ বিশ্ব পালন করছে হিরোশিমা দিবস।