রাশিয়ার প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাকড্
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। প্রধানমন্ত্রীর টুইটার পেইজে ‘আমি পদত্যাগ করলাম’ এমন একটি বার্তাও পোস্ট করেছে হ্যাকাররা। ওই বার্তায় তারা আরও লিখেছে, মেদভেদেভ ‘ফ্রিল্যান্স ফটোগ্রাফার’ হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করবেন। ওই বার্তাটি ছিল এরকম, আমি পদত্যাগ করলাম। সরকারের কর্মকান্ডে আমি লজ্জিত। আমি দুঃখিত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। রাশিয়ান ভাষায় মেদভেদেভের যে টুইটার অ্যাকাউন্টটি রয়েছে, তাতে অনুসারীর সংখ্যা প্রায় ২৫ লাখ। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচনা করেও বেশ কয়েকটি টুইট করে হ্যাকাররা। পুতিন-বিরোধী রাশিয়ার একটি সংঘবদ্ধ হ্যাকার সংগঠন ‘শালতেই-বোলতেই’ এ সাইবার হামলার দায় স্বীকার করেছে। হ্যাকার সংগঠটির ইংরেজি নাম হবে ‘হাম্পটি ডাম্পটি’। তবে ইংরেজি ভাষায় মেদভেদেভের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে, সেটি হ্যাক করা হয়নি। ওই অ্যাকাউন্টের অনুসারী সংখ্যা প্রায় ৮ লাখ। রাশিয়া সরকার এক ঘোষণায় প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।